১. 'মুগ্ধতা ব্লাড ব্যাংক' মুগ্ধতা ডট কমের একটি সামাজিক উদ্যোগ।
২. এখানে নিজের বা পরিচিতদের রক্তের গ্রুপ সম্পর্কে তথ্য দিয়ে এটিকে সমৃদ্ধ করতে সাহায্য করুন।
৩. এখানে কেউ রক্তদাতা হিসেবে নিজের তথ্য দিচ্ছেন- এর অর্থ হলো আপনি স্বেচ্ছায়, বিনামূল্যে কোনো মুমূর্ষু/অসুস্থ মানুষকে রক্তদান করতে ইচ্ছুক।
৪. ব্লাড ব্যাংক থেকে পাওয়া নম্বরে যোগাযোগ করে রক্তদাতা রাজি থাকলে নিজ দায়িত্বে কোনো ভালো ট্রান্সফিউশন সেন্টার/সরকারি হাসপাতালে রক্ত সংগ্রহ করতে হবে।
৫. রক্তদান বা রক্ত সংগ্রহের যে কোনো পর্যায়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অর্থের লেনদেন থেকে বিরত থাকুন। তবে রক্তদাতাকে পানি, নাস্তা ইত্যাদি খাওয়ানো বা রিকশাভাড়া এই নিষেধাজ্ঞার আওতামুক্ত।
৬. কেউ রক্তদানে অনাগ্রহী হলে তাকে কোনো প্রকার জোরাজুরি করা যাবে না।
৭. রক্তদাতাকে যথাযথ সম্মান প্রদর্শন করা গ্রহীতার জরুরি দায়িত্ব।
৮. রক্তদানের যে কোনো পর্যায়ে কোনো ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ইত্যাদির জন্য মুগ্ধতা ডট কম দায়ী থাকবে না।
৯. উপর্যুক্ত শর্তাবলি বা এর কোনো অংশে যে কোনো সময় পরিবর্তন বা সংযোজন করার ক্ষমতা মুগ্ধতা ডট কমের কাছে সংরক্ষিত থাককবে।
১০. সময়মতো আপনার রক্তদানের তথ্য আপডেট করুন।
১১. বর্ণিত শর্তাবলির বাইরে উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে মুগ্ধতা ডট কমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।